kalerkantho

মনু নদে ডুবে ছাত্রের মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি   

২৩ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমনু নদে ডুবে ছাত্রের মৃত্যু

আব্দুস সালাম

এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে ভ্রমণে এসে আর বাড়িতে ফেরা হলো না আব্দুস সালামের (১৭)। মৌলভীবাজারে কুলাউড়ায় সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে তার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কটারকোনা সেতুর দক্ষিণ পাশে মনু নদে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সালাম নরসিংদীর শিবপুর থানার আছকিতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে শিবপুরের চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছে। পারিবারিক ও সহপাঠী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নরসিংদী থেকে মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন এলাকা দেখার জন্য ঘুরতে আসে ১৩ বন্ধু। অভিভাবক হিসেবে তাদের প্রাইভেট শিক্ষক সুলেমান ভূঁইয়া সঙ্গে ছিলেন। শুক্রবার সকালে মাধবকুণ্ড ভ্রমণ শেষে কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকে যাওয়ার পথে মনু নদে সবাই গোসল করতে নামে। সহপাঠীরা গোসল সেরে ওপরে উঠে যায়, একপর্যায়ে সালাম তাঁর শরীর ও মাথায় সাবান মেখে পানিতে ডুব দেওয়ার পর সাঁতার না জানাতে হঠাৎ করে পানিতে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয় এলাকাবাসী কুলাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।

মন্তব্য