kalerkantho


হাজার বোতল ফেনসিডিল জব্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০রাজশাহীর পদ্মা নদীর ১০ নম্বর চর সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া এক হাজার দুই বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির বিওপির (বর্ডার আউট পোস্ট) ১০ সদস্যের একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে ১০ নম্বর পদ্মার চর পূর্ব বাথানবাড়ী নামক এলাকায় ওত পেতে থাকে। এ সময় সংঘবদ্ধ চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে ঢুকলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়। বাধা পেয়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর আক্রমণের চেষ্টা করে। পরে টহলদলের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। টহলদল তাদের ধাওয়া করলে তারা ভারতে ঢুকে যায়। পরে ঘটনাস্থল থেকে এক হাজার দুই বোতল ফেনসিডিল পাওয়া যায়।মন্তব্য