kalerkantho


ধলা সরকারি আশ্রয়কেন্দ্রে দুইজনের মৃত্যু

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ময়মনসিংহের ত্রিশালের ধলা ভবঘুরে সরকারি আশ্রয়কেন্দ্রে দুইজনের মৃত্যু হয়েছে। পরিচয় না পাওয়ায় ওই দুই ভবঘুরেকে আশ্রয়কেন্দ্রের গোরস্থানে দাফন করা হয়েছে।

এ কেন্দ্রটিতে দুই শতাধিক ভবঘুরে আশ্রিত আছে। তাদের একজন প্রতিবন্ধী সুমন (২৫) বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করে। এদিকে গতকাল সকালে হোসেন (৭০) নামের আরেক আশ্রিতের মৃত্যু হয়েছে। অসুস্থাজনিত কারণে গত ডিসেম্বরে ২০ দিন ধরে তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। এরপর হঠাৎ করেই তাঁর মৃত্যু হয়।

ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান বলেন, ওই দুই ব্যক্তির স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আশ্রয়কেন্দ্রের সহকারী পরিচালক ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি করেছেন।মন্তব্য