kalerkantho


পরীক্ষায় নকল ইবির ৯ শিক্ষার্থীকে শাস্তি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০পরীক্ষায় নকল করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৯ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৫৩তম সভায় তাদের শাস্তির জন্য সুপারিশ করা হয়। কমিটির সদস্যসচিব এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের হাসিবুর রহমান, সোলায়মান ও আহসান খন্দকার, লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তারিকুল ইসলাম ও বিল্লাল হোসেন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আবু জায়েদ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহেদী হাসানের নিজ নিজ শিক্ষাবর্ষের সব কোর্স বাতিল করা হয়েছে। তাদের পরের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে ফের পরীক্ষায় অংশ নিতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।’

 মন্তব্য