kalerkantho


বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের জোরপুকুরপাড় এলাকায় বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় সনিরুল ইসলাম (২১) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সনিরুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পোয়াল বাড়িয়া গ্রামের মো. তফিকুল ইসলামের ছেলে।

সনিরুলের চাচাতো ভাই মনিরুলের উদ্ধৃতি দিয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানান, গত রবিবার সন্ধ্যার পর কুষ্টিয়ার নবীগঞ্জ এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে সেখানকার বিখ্যাত খাজা নিয়ে নান্দাইলের চৌরাস্তা এলাকায় আসছিলেন সনিরুল। পথে নান্দাইলের জোরপুকুরপাড় এলাকায় আসতেই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা খায়। এতে পিকআপের ওপরে থাকা সনিরুল ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়। পরে সনিরুলের কাছে থাকা মোবাইল ফোনে নম্বর পেয়ে খবর পাঠালে গতকাল সোমবার পরিবারের লোকজন এসে লাশ নিয়ে যায়।মন্তব্য