kalerkantho


ডিলারদের অবস্থান ধর্মঘট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   

১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অবস্থিত বিসিআইসির রাসায়নিক সারের বাফার স্টক গুদাম থেকে জোর করে সাত বছরের পুরনো জমাট বাঁধা সার সরবরাহে বাধ্য করার প্রতিবাদে বৃহস্পতিবার পাঁচ ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেছেন ডিলাররা। পরে দুই পক্ষ সমঝোতায় পৌঁছলে সার সরবরাহ কার্যক্রম শুরু হয়।

সারের কয়েকজন ডিলার বলেন, গত মাস থেকে প্রতি ৪০০ বস্তার ট্রাকে ১১০ বস্তা জমাট বাধা সার নিতে বাধ্য করছে বাফার কর্তৃপক্ষ। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবারও একই পরিমাণে জমাট বাঁধা সার দিতে চাইলে বেঁকে বসেন ডিলাররা। তাঁরা শতাধিক ট্রাক নিয়ে এসে বাফার স্টক গুদামে প্রবেশ না করিয়ে রাস্তায় রেখে দেন এবং গেটের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। দুপুর ১২টার দিকে নওগাঁ জেলা সার ডিলার সমিতির নেতারা বাফার স্টক গুদামের ইনচার্জ এ কে এম হাবিবুর রহমানের সঙ্গে বৈঠক করেন। ডিলাররা সে সিদ্ধান্ত মেনে নিলে সরবরাহ কার্যক্রম শুরু হয়।মন্তব্য