kalerkantho


পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি   

১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু দুটি হলো চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই ভোলা মেম্বারপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকীর শিশুকন্যা আয়েশা সিদ্দীকা (১৪ মাস) ও একই পরিবারের আবু সাঈদের শিশুকন্যা সানজিদা (১৮ মাস)। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানায়, শিশু দুটি সকাল ১১টার দিকে বাড়িতে খেলা করতে করতে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুর ১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশে একটি পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মন্তব্য