kalerkantho


চট্টগ্রাম-১৪ আসন

অলির সঙ্গে বিএনপির একাংশের একাত্মতা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০২০ দলীয় জোট প্রার্থী এলডিপির  সভাপতি কর্নেল (অব.) অলি বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য নির্বাচনে অবশ্যই জিততে হবে। আওয়ামী লীগের প্রার্থীরা ২০ দলীয় জোটের প্রার্থীদের ভয় পাচ্ছে। তাই তারা আমাদের পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলছে।

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে হবে। আমরা প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি করি না।’

নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে আগামী ৩০ ডিসেম্বর ভোট দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কর্নেল অলির উঠানে বিএনপির সঙ্গে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আবদুর রহিম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

 

 মন্তব্য