kalerkantho


অধ্যক্ষকে বিরত থাকার নির্দেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি   

১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেনকে দায়িত্ব পালনে বিরত থাকতে বলা হয়েছে। তাঁর বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-২) মোহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১৭ সালের ১৪ জুন গভর্নিং বডি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। সাখাওয়াত ২০১৭ সালের ৩০ আগস্ট অবসরে যান। পরে গভর্নিং বডি সাখাওয়াতের চাকরির মেয়াদ ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেন। সেই থেকে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে গত ৮ আগস্ট কলেজটি সরকারীকরণের গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের পর কলেজের নিয়মিত কমিটি বিলুপ্ত হয়। ফলে কলেজটি পরিচালনার দায়িত্ব পান সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ অবস্থায় গত ৯ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সাখাওয়াতকে তাঁর দায়িত্ব পালন থেকে বিরত থাকার জন্য বলা হয়। জানতে চাইলে চিঠির সত্যতা স্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেন বলেন, ‘আমার চাকরির মেয়াদ আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তাই আমি আইনি প্রক্রিয়ায় যাব।’মন্তব্য