kalerkantho


পুড়ল ১২ হাজার মুরগি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০পাবনার ঈশ্বরদী উপজেলার চর নারিচায় বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ১২ হাজার মুরগির বাচ্চাসহ এডভান্স চিকস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক নুরুল ইসলাম খান। ঈশ্বরদী ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত ঘটে। প্রতিষ্ঠানের ভেতরে ৪৫টি গ্যাস সিলিন্ডার ছিল। কিন্তু আগুন নেভানোর যন্ত্র ছিল না। ফলে আগুন মহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ও ইপিজেড ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে প্রতিষ্ঠানের ভেতরে থাকা মুরগির বাচ্চাসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়।মন্তব্য