kalerkantho


কুড়িয়ে পাওয়া ককটেলে তিন শিশু আহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০সিরাজগঞ্জের শাহজাদপুরে কুড়িয়ে পাওয়া ককটেলকে টেনিস বল ভেবে বৃহস্পতিবার বিকেলে খেলার সময় তিন শিশু আহত হয়েছে। আহতরা হলো আপন দুই ভাই রিফাত (৭) ও রাব্বি (১১) এবং তাদের বন্ধু সিফাত (৭)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেলে তিন বন্ধু বিসিক বাসস্ট্যান্ডের বগুড়া-নগরবাড়ী মহাসড়কসংলগ্ন এলএসডি খাদ্য গুদামের পাশে থেকে টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু কুড়িয়ে পায়। এটিকে টেনিস বল মনে করে তারা খেলতে থাকে। সেটি বিস্ফোরিত হলে তারা তিনজন গুরুতর আহত হয়।

শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, আহতরা এখন ঝুঁকিমুক্ত। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।মন্তব্য