kalerkantho


জমি নিয়ে বিরোধ

ভালুকায় গলাকেটে মাকে হত্যাছেলে গ্রেপ্তার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ময়মনসিংহের ভালুকায় ৭০ বছর বয়সী এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁর এক ছেলেকে। গতকাল বৃহস্পতিবার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালীয়াপাড়ায় এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

নিহত নারীর নাম মরিয়ম। তিনি ওই গ্রামের মৃত আবদুল জব্বারের স্ত্রী।

মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মোস্তফাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গতকাল সকালে ছোট ছেলের বাড়িতে নাশতা করে নিজের বাড়ির উঠানে সকালের রোদে ঘুমিয়েছিলেন পাঁচ সন্তানের জননী মরিয়ম। ওই সময় তাঁর মেজো সন্তান মোস্তফা দা দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ এসে মোস্তফাকে গ্রেপ্তার করে এবং মরিয়মের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে মোস্তফার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহূত দা উদ্ধার করে পুলিশ।

মরিয়মের ছোট ছেলে শাহ জালাল বলেন, বাবার রেখে যাওয়া বাড়ি থেকে উচ্ছেদের জন্যেই মাকে হত্যা করেছেন তাঁর বড় ভাই।

এই হত্যাকাণ্ডে ইন্ধনদাতা হিসেবে স্থানীয় এক প্রভাবশালীকে দায়ী করছে প্রতিবেশীরা।মন্তব্য