kalerkantho


বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ ও বানিয়াচং প্রতিনিধি   

১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে প্রাণ গেছে মতিউর রহমানের (৪০)। একই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।

গতকাল বৃহস্পতিবার সকালে বড়ইউড়ি ইউনিয়নের নোয়াগাঁওয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, আধিপত্য বিস্তার নিয়ে বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ মিয়া ও ইউপি সদস্য তালেব মিয়ার সঙ্গে সাবেক ইউপি সদস্য আরজু মিয়ার বিরোধ চলছে। দুই পক্ষের মধ্যে মামলাও আছে। পূর্ববিরোধের জেরে গতকাল উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মতিউর। আহত হয় উভয় পক্ষের অন্তত ৪০ জন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আহতদের মধ্যে আবু ছালেক, বাবুল মিয়া, সুমন মিয়া, আমির উদ্দিন, সোহাগ আহমেদ, শফিকুর রহমানসহ ২৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।মন্তব্য