kalerkantho

কুবিতে ভর্তি সাক্ষাৎকার ২৫ ও ২৬ নভেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৫ নভেম্বর ‘এ’ ইউনিটের প্রথম থেকে ৪০০তম, ‘বি’ ইউনিটের প্রথম থেকে ৫১৪তম (মানবিক), প্রথম থেকে ১০৪তম (ব্যবসায় শিক্ষা) ও ‘সি’ ইউনিটের প্রথম থেকে ৪০০তমদের (ব্যবসায় শিক্ষা) সাক্ষাৎকার নেওয়া হবে। আর পরদিন ২৬ নভেম্বর ‘এ’ ইউনিটের ৪০১তম থেকে ৬০০তম, ‘বি’ ইউনিটের প্রথম থেকে ১৮২তম (বিজ্ঞান ও কোটা) এবং ‘সি’ ইউনিটের মানবিক ও বিজ্ঞান থেকে পাস করা সবার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

মন্তব্য