kalerkantho


ইবিতে শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ইবিতে শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসাইন রাসেলের বিচার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নতুন চালু হওয়া প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন শিক্ষক আলতাফ। এতে অনুষদটির শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুণ্ন হয়েছে বলে তাদের দাবি। জানা যায়, গত ২১ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে পাস হওয়া অর্গানোগ্রামের আলোকে বিশ্ববিদ্যালয়ে দুটি অনুষদ ভেঙে পাঁচটি করা হয়। এতে ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদকে ভেঙে বিজ্ঞান অনুষদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদ করা হয়।

অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে শিক্ষক আলতাফ তাৎক্ষণিক ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে বলেন, ‘‘এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ব্যাপক ব্যর্থতা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে। নৈরাজ্য ‘সৃষ্টিকারী সুবিধাভোগীরা’ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার লেখার একটি অংশকে নিয়ে এ ধরনের একটা নাটক মঞ্চস্থ করল।”মন্তব্য