kalerkantho

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যশোর অফিস   

১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটঙ্গীতে বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য তাবলিগ জামাতের নিজামুদ্দীন বিশ্ব মার্কাজের অনুসারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় তাবলিগ জামাতের নেতারা জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি পেশ করেন। এ সময় তাবলিগের স্থানীয় মুরব্বি মাওলানা আব্দুর রহমান, আব্দুল বারী, মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার খায়রুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভারতের দিল্লির নিজামুদ্দীন বিশ্ব মার্কাজ ও বিশ্ব আমির হজরত মাওলানা সা’দের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় পরিচালিত তাবলিগ জামাত সারা পৃথিবীতে প্রচার ও প্রসার লাভ করেছে। কিন্তু মূলধারা থেকে বিচ্যুত কিছু সাথি এ আন্তর্জাতিক ও বিশ্বজনীন মেহনতকে স্বদেশি বা স্থানীয় মেহনতে রূপদানের চেষ্টা চালাচ্ছে। তারাই টঙ্গী ময়দানে জোড় ও ইজতেমা করতে বাধা দিচ্ছে। অথচ তাবলিগের কাজের জন্যই টঙ্গী ময়দান বরাদ্দ দেওয়া হয়েছে। স্মারকলিপিতে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনের জোড় এবং ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত টঙ্গীতে নির্দিষ্ট স্থানেই বিশ্ব ইজতেমা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। স্মারকলিপি গ্রহণ করেন যশোরের জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল।

মন্তব্য