kalerkantho

‘বি’ ইউনিটে পাসের শর্ত শিথিল

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটে পাসের শর্ত শিথিল করেছে প্রশাসন। গত বুধবার সন্ধ্যায় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ‘সি’ ইউনিটের প্রশ্নপত্রে অসংগতি থাকলেও পরীক্ষা বাতিল না করে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানবিক ও সমাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ এবং ২০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়। আগে এমসিকিউ অংশে পাস নম্বর ছিল ৩২, আর লিখিত অংশে ছিল ৭। গত বুধবার ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় এমসিকিউ ও লিখিত অংশে পাস নম্বর যথাক্রমে ১৮ এবং ৩ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া পোষ্য কোটার জন্য এমসিকিউ অংশে পাস নম্বর ১৮-এর পরিবর্তে ১৪ করা হয়েছে। আর লিখিত অংশে পাস নম্বর ৬ থেকে ২ করা হয়েছে।

মন্তব্য