kalerkantho

পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা আজ

পাবনা প্রতিনিধি   

১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগে মোট আসনসংখ্যা ৯২০। আর এই ৯২০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩ হাজার ২৬০ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ৩৬ জন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান, ‘এ’ ও ‘বি’ এই দুই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ১৯ হাজার ১৯০ জন এবং ‘বি’ ইউনিটে ১৪ হাজার ৭০ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট ২৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হচ্ছে। আর ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে বিকেল সাড়ে ৩টা থেকে। ভর্তি পরীক্ষার নির্ধারিত সময় এক ঘণ্টা।

মন্তব্য