kalerkantho


লাখাইয়ে সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হাকিম মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ১০ জন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মোড়াকরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাকিম ওই এলাকার মৃত ওয়াহিদ মিয়ার ছেলে।

লাখাই থানার ওসি মো. এমরান হোসেন জানান, মোড়াকরি এলাকার কাইয়ুম মিয়া ও তৌহিদ মিয়ার মধ্যে  মোড়াকরি বাজারে এক খণ্ড জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মামলা হলে আদালত কাইয়ুম মিয়ার পক্ষে আদেশ দেন। এ নিয়ে গতকাল সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে হাকিম মিয়াসহ অন্তত ১১ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সংঘর্ষের ব্যাপারে কেউ অভিযোগ করেনি।

এদিকে হবিগঞ্জ শহরের পূর্ব অনন্তপুর এলাকায় রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব অনন্তপুর এলাকার মহরম আলীর ছেলে রহমত আলী এবং শেফা মিয়ার ছেলে আরব আলীর মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আগামী শুক্রবার এ নিয়ে সালিসি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যেই সোমবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহত আরব আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া রহমত আলী, তমিজ উদ্দিন, রমিজ উদ্দিন, ফাতেমা খাতুন, নার্গিস আক্তার, উজ্জল মিয়া, সুমনসহ ১৯ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।মন্তব্য