kalerkantho


ঘুষ নেওয়ায় সার্ভেয়ার বরখাস্ত

কুড়িগ্রাম প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৮ ০০:০০কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘুষ গ্রহণের অভিযোগে উপজেলা সেটলমেন্ট অফিসের এক সার্ভেয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ চত্বরে ভূরুঙ্গামারী উপজেলায় গণশুনানি শেষে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। গণশুনানিতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। এর আগে আলোচনাসভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভিন। বক্তব্য দেন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মনিরুজ্জামান, পুলিশ সুপার মেহেদুল করিম, রাজশাহী দুদকের পরিচালক আব্দুল করিম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী ও সমন্বিত রংপুর জেলার উপপরিচালক শেখ ফানাফিল্যা।

 মন্তব্য