kalerkantho


মাগুরায় বাস ধর্মঘট

মাগুরা প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০১৮ ০০:০০সাম্প্রতিক সময়ে স্থানীয় ইজি বাইক শ্রমিকদের হাতে একাধিক বাসচালক জখম হওয়ার জেরে গত শনিবার মাগুরার অভ্যন্তরীণ সব রুটসহ আশপাশের চার জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। মাগুরা জেলা বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অন্যদিকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রবিবার সকালে মাগুরা শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ডে মাগুরা জেলা বাস মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে মিছিল-সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য দেন ওই গ্রুপের সাধারণ সম্পাদক ইসহাক হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক ফুরকানুল ইসলাম ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু মিয়া। বক্তারা অবিলম্বে বাসচালকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে এবং পৌর এলাকার বাইরে ইজি বাইক বন্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

 মন্তব্য