kalerkantho


পূজা উপলক্ষে নৌকাবাইচ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৮ ০০:০০বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি ও প্রাণবন্ত করতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই পারে কয়েক হাজার লোকের সমাগম ঘটে। বাইচে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ২০টি সরেঙ্গা, ছিপ, কোষা ও বাচারি নৌকা অংশ নেয়।

কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘কথিত আছে যে আজ থেকে প্রায় দেড় শ বছর আগে যশোরের বিঘাপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে ঘাঘর নদীতে দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে এখানে মেলা ও নৌকাবাইচের আয়োজন করেছিলেন। তখন থেকে প্রতিবছর দুর্গাপূজার সময় এখানে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতে সব ধর্মের লোকজন অংশগ্রহণ করে। আগামী দিনেও আমরা এ ধরনের নৌকাবাইচের আয়োজন করব।’মন্তব্য