kalerkantho


মদপানে যশোরে দুজনের মৃত্যু

যশোর অফিস   

২০ অক্টোবর, ২০১৮ ০০:০০যশোর ও ঝিনাইদহের কালীগঞ্জে মদপানে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন যশোর শহরতলী ধর্মতলা এলাকার সুনীল দাসের ছেলে দিপু দাস ও ঝিনাইদহের কালীগঞ্জের কলেজপাড়া এলাকার অখিল দাসের ছেলে মুন্না দাস। বৃহস্পতিবার রাতে মুন্না দাস মদ পান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। এদিকে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দিপু দাস দুর্গোৎসব উপলক্ষে অতিরিক্ত মদ পান করেন। এতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। যশোর কোতোয়ালি থানার এসআই শহিদুল ইসলাম চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জানান, অতিরিক্ত মদপানে ওই দুজনের মৃত্যু হয়েছে।

 

 মন্তব্য