kalerkantho


জামায়াত-বিএনপির ২০০ নেতাকর্মী আ. লীগে

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২০ অক্টোবর, ২০১৮ ০০:০০সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ী হাটখোলা মাঠে শুক্রবার সকালে আওয়ামী লীগের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়। সে জনসভায় জামায়াত বিএনপির ২০০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার হাতে ফুলের নৌকা তুলে দিয়ে জামায়াত নেতা মাছউদ আহম্মেদ রোকনির নেতৃত্বে তাঁরা আওয়ামী লীগে যোগদান করেন। জনসভায় এসব নেতাকর্মীদের উদ্দেশে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, ‘ভুল রাজনৈতিক পথ ছেড়ে সঠিক পথে আসায় আমরা আপনাদের সাধুবাদ জানাই। আপনারা আমাদের ভাই হয়ে থাকবেন।’ আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করার আহ্বানও জানান তিনি। খোকসাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন শেখের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইসাহাক আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।মন্তব্য