kalerkantho


রাজেন্দ্র কলেজের শতবর্ষ পূর্তি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২০ অক্টোবর, ২০১৮ ০০:০০‘এসো স্মৃতির অঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে’ এ স্লোগানে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শতবর্ষ পূর্তি আজ শনিবার অনুষ্ঠিত হবে। উৎসবে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

কলেজের অধ্যক্ষ ও শতবর্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক মোশার্রফ আলী জানান, সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূর্তি উৎসব উদ্বোধন করবেন কলেজের প্রাক্তন ছাত্র ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দুই পর্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী পর্বে শোভাযাত্রা ও অতিথিদের বক্তব্য থাকবে। দ্বিতীয় পর্বে থাকবে শিশুশিল্পী রোদ, অদিতি মহসিন ও নগর বাউল জেমসের কনসার্ট। স্মৃতিচারণা এবং প্রখ্যাত সংগীতশিল্পী মোনালী ঠাকুরের পরিবেশনাও থাকবে এ পর্বে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 মন্তব্য