kalerkantho


লালন মেলায় ‘কাপড় কাচার আখড়া’

১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন মেলায় আসা ভক্ত-দর্শনার্থীদের জামা-কাপড় পরিষ্কারের জন্য কালী নদীর পাড়ে নারী-পুরুষের জন্য দুটি ঘাটের ব্যবস্থা করা হয়েছিল ডিটারজেন্ট হুইল-এর পক্ষ থেকে। এ ছাড়া মেলার ভেতরে বানানো হয়েছিল কাপড় কাচার জন্য একটি স্টল—‘হুইল কাপড় কাচার আখড়া’। সেখানে বাসাবাড়িতে যেভাবে কাপড় ধোয়া হয় সেই পদ্ধতির পাশাপাশি ছিল মেশিনের মাধ্যমে কাপড় কাচার ব্যবস্থা। এই স্টলে ফ্রি স্যাম্পলিংয়ের মাধ্যমে হুইল লক্ষাধিক দর্শনার্থীদের কাপড় পরিচ্ছন্ন করতে সাহায্য করেছিল। সংবাদ বিজ্ঞপ্তি।

 মন্তব্য