kalerkantho


‘জেলা ইজতেমা’র আয়োজন বন্ধ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তিন দিনব্যাপী ‘জেলা ইজতেমা’র আয়োজন বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার দুপুরে ইজতেমা ময়দানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার ও রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র এ নির্দেশ দেন। আজ বৃহস্পতিবার উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশন এলাকার আগুনমুখা নদীর তীরে তিন দিনব্যাপী ‘পটুয়াখালী জেলা ইজতেমা’ শুরু হওয়ার কথা ছিল। এ উপলক্ষে ময়দান প্রস্তুতের কাজও প্রায় শেষ পর্যায় ছিল। কিন্তু জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাঙ্গাবালী থানার ওসি মৌখিকভাবে ইজতেমার আয়োজন বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

 মন্তব্য