kalerkantho


ময়মনসিংহ সিটি করপোরেশন

প্রশাসক নিয়োগ করা হলো সাবেক পৌর মেয়রকে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০সদ্য গঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে সাবেক পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুকে। গতকাল মঙ্গলবার এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলালয়ের উপসচিব আ ন ম ফয়জুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গতকালই ময়মনসিংহের বিভিন্ন সরকারি দপ্তরে পৌঁছায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক সর্বোচ্চ ১৮০ দিন দায়িত্ব পালন করতে পারবেন।

প্রশাসনের একাধিক সূত্র জানায়, সিটি করপোরেশনের প্রশাসক সাবেক পৌরসভার নিয়মিত কাজগুলোই দেখভাল করবেন। মেয়র হিসেবে আগে যেমন বিভিন্ন কাজের তদারিক করতেন, এখনো তেমনই এখতিয়ার আছে তাঁর। আর সিটি করপোরেশন নির্বাচন কবে হবে সেটি ঠিক করবে নির্বাচন কমিশন।

সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে ইকরামুল হক টিটু নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমীন। উচ্ছ্বাস প্রকাশ করেছেন টিটুর সমর্থকরাও।

 মন্তব্য