kalerkantho

সিদ্ধিরগঞ্জে ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ

শ্রমিকদের বিক্ষোভ সড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসিদ্ধিরগঞ্জে ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে শ্রমিকদের বেতন না দিয়ে ঘোষণা ছাড়াই ‘সোয়াদ’ নামের কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। খবর পেয়ে গতকাল সকালে শ্রমিকরা শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে। ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে শ্রমিকদের বেতন না দিয়ে ঘোষণা ছাড়াই ‘সোয়াদ’ নামের কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার কারখানার কর্মঘণ্টা শেষ হওয়ার পর শ্রমিকরা সবাই যার যার বাসায় চলে যায়। রাতে একটি নোটিশ টানিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকালে কর্মস্থলে এসে নোটিশ দেখে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে কারখানার শ্রমিক মেহেদী হাসান, সানি মিয়া ও রাশেদ বলেন, মালিক কর্তৃপক্ষ কোনো কিছু না জানিয়েই কারখানায় তালা লাগিয়ে দিয়েছে। শ্রমিকদের চলতি মাসের বেতন, প্রভিডেন্ট ফান্ড, ছুটির টাকাসহ সব পাওনা পরিশোধ ছাড়াই হঠাৎ কারখানা বন্ধ করায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন।

এ সময় উপস্থিত শ্রমিকরা বাংলাদেশ রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের (বেপজা) বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

এ বিষয়ে বেপজার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর বলেন, ‘সোয়াদ কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু শ্রমিকদের পাওনাদি বুঝিয়ে দেওয়া হবে। চলতি মাসের বেতনসহ সব পাওনা অক্টোবর মাসের ১৫ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে।’

সিদ্ধিরগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে তারা নিজে থেকেই অবরোধ তুলে নেয়।’

 

মন্তব্য