kalerkantho


স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের রঘুনন্দনপুর এলাকায় গতকাল শনিবার স্বেচ্ছাশ্রমে ধসে যাওয়া একটি সড়ক সংস্কার করেছে জনকল্যাণমূলক সংগঠন জাগ্রত বিবেকের সদস্যরা। রঘুনন্দনপুর-কোমরপুর হেরিংবোন সড়কের (মুসলিম মিশন কলেজের পেছনে) হাজিবাড়ি সংলগ্ন এলাকায় প্রায় ৩০ মিটার অংশ গত চার মাস আগে ধসে যায়। ধসে যাওয়া অংশে প্রায় আট মিটার গর্ত সৃষ্টি হয়। এতে ওই সড়কে রিকশা, অটোবাইক ও মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যায়। এলাকার লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ওই সড়কে চলাচল করতে হতো। মানুষের দুর্ভোগ কমাতে সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করে জাগ্রত বিবেকের সদস্যরা।  জাগ্রত বিবেকের প্রধান সমন্বয়কারী মো. কুদ্দুসুর রহমান জানান, প্রায় চার মাস আগে বৃষ্টির পানিতে ওই সড়কের প্রায় ৩০ মিটার অংশ ধসে যায়। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জাগ্রত বিবেকের ৪১ জন সদস্য সড়কের ওই অংশটি সংস্কার করেছে। এতে এলাকাবাসীও সহযোগিতা করেছে। স্থানীয় মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এভাবে সবাই মিলে চেষ্টা করলে আমরা এলাকার অনেক সমস্যার সমাধান করতে পারি।’মন্তব্য