kalerkantho


গণবিশ্ববিদ্যালয়ে প্রগ্রামিং প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সাভারে গণবিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে প্রগ্রামিং প্রতিযোগিতা (কনটেস্ট) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. করম নেওয়াজ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. সিরাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও ফলিত গণিত বিভাগের ৫১ শিক্ষার্থী ১৭টি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করে এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

 মন্তব্য