kalerkantho


কুড়িগ্রামে কিশোর কিশোরী হত্যা

প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০কুড়িগ্রামে দুই কিশোর-কিশোরী হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকার মানুষ। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আমিনবাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ সহস্রাধিক এলাকাবাসী। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট মমিনুর রহমান, ওয়ার্ড মেম্বার শামসুল হক, সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক সাজেদা বেগম, শিক্ষার্থী শিউলী প্রমুখ। চাঞ্চল্যকর এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ওসি রওশন আলম জানান, খুনিদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। মন্তব্য