kalerkantho

শ্রীমঙ্গলে সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি   

২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সড়কে গাছ ফেলে কয়েকটি যানবাহনে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। ডাকাতরা যাত্রীদের মারধর করে মোবাইল ফোনসেটসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের বেলতলা এলাকায়।

ডাকাতদের কবলে পড়া আব্দুস সালাম, সৈয়দ খালেদ আহমদসহ আরো কয়েকজন যাত্রী জানায়, রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের বেলতলা এলাকায় ডাকাতরা গাছ ফেলে যানবাহন আটকায়। পরে ২৫-৩০ জনের ডাকাতদল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের স্টাফ গাড়ি এবং কয়েকটি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতি করে। ডাকাতরা চালক ও যাত্রীদের মারধর করে মোবাইল ফোনসেট এবং টাকা ছিনিয়ে নেয়। ডাকাতদের হামলায় আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল চার-পাঁচটি যানবাহনে ডাকাতির ঘটনা নিশ্চিত করে বলেন, ‘ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’

মন্তব্য