kalerkantho


ইংরেজি শিক্ষার মান নিশ্চিতে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ইংরেজি শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে কুমিল্লার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উদ্যোগে গতকাল বুধবার শিক্ষা বোর্ড মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। সভায় অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমিন ভূঁইয়া, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মো. আবদুস ছালাম ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. আজহারুল ইসলাম। বক্তব্য দেন শিক্ষক সমিতির জেলা শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা। উপস্থিত ছিলেন অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান, শিক্ষা বোর্ডের উপবিদ্যালয় পরিচালক জাহিদুল হক, কর্মচারী সমিতির সভাপতি মো. আব্দুল খালেক, সম্পাদক মকবুল আহমেদ প্রমুখ।মন্তব্য