kalerkantho


১৪ বছর পর দেখা হলো দুই ভাইয়ের

রাজবাড়ী প্রতিনিধি   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০১৪ বছর পর দেখা হলো দুই ভাইয়ের

রাজবাড়ীতে ১৪ বছর পর ভাই সবুর খানকে (সাদা শার্ট) খুঁজে পান ছোট ভাই ফজলু খান।

১৪ বছর আগে হারিয়ে গিয়েছিলেন সবুর খান (৪০)। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে তাঁকে খুঁজে পেয়েছেন ছোট ভাই ফজুল খান। গতকাল মঙ্গলবার দুই ভাইয়ের মিলনদৃশ্য প্রত্যক্ষ করেছে রাজবাড়ী শহরের রেলগেট এলাকার লোকজন।

সবুর মাদারীপুর সদরের চরপুর ইউনিয়নের আদমপুর গ্রামের কাদের খানের (মৃত) বড় ছেলে। তাঁর ছোট ভাই ফজুল জানান, তাঁরা চার ভাই ও দুই বোন। ২০ বছর আগে তাঁদের বাবা মারা গেছেন। তিন বছর আগে তাঁদের মা-ও মারা যান। ১৪ বছর আগে তাঁদের বড় ভাই ও কলা ব্যবসায়ী সবুর নিরুদ্দেশ হন। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঢাকাসহ বিভিন্ন স্থানে খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। লোকমুখে বড় ভাইকে পাওয়ার কথা শুনে সোমবার সকালে তিনি রাজবাড়ীতে আসেন। জেলা শহরের বিভিন্ন এলাকায় বড় ভাইকে খুঁজে বেড়ান। একপর্যায়ে গতকাল সকাল ১১টার দিকে ১ নম্বর রেলগেট এলাকায় তাঁকে খুঁজে পান।

এ ব্যাপারে রেলগেট এলাকার ব্যবসায়ী কামাল হোসেন জানান, বেশ কিছুদিন ধরে সবুর এলাকায় ঘোরাফেরা করছিলেন। চেয়ে-চিন্তে খেয়েছেন। দীর্ঘদিন পর হলেও সবুর তাঁর পরিবারের সদস্যদের মধ্যে যেতে পারছেন, এটা ভালো ব্যাপার।মন্তব্য