kalerkantho


হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

খুলনা অফিস   

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০খুলনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা ও অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে মহানগর ও জেলা পূজা উদ্‌যাপন পরিষদ। গতকাল বুধবার সকালে শিববাড়ী মোড়ে সমাবেশ করে তারা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি যশোর রোড হয়ে পিকচার প্যালেস মোড় ঘুরে খুলনা প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সমাবেশে পরিষদের নেতারা অভিযোগ করেন, গত ৪ আগস্ট দুপুরে ও ৮ আগস্ট রাতে শিববাড়ী মন্দির এলাকার ফেরদৌস প্লাজার পেছনে পালপাড়ার সমর পাল, দেবাশিষ পাল, দোলন পাল ও স্বাগতা পালের পৈতৃক বাড়িতে ফেরদৌস আমিনুল হক ও তাঁর ভাই বাবলু শেখ দলবল নিয়ে হামলা চালায়। এতে ওই পরিবারের বেশ কয়েকজন আহত হয়। হামলাকারীরা তাঁদের বাড়ি ছেড়ে যেতে হুমকিও দেয়। একই সঙ্গে তাঁরা সমর, দেবাশিষ ও দোলনের নামে আমিনুলের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।মন্তব্য