kalerkantho


আজ ছয় দিনের বইমেলা শেষ

গাইবান্ধা প্রতিনিধি   

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০গাইবান্ধায় ‘কৈশোর-তারুণ্যে বই’ সংগঠনের আয়োজনে চলছে ছয় দিনের বইমেলা। প্রথম পর্যায়ে গত শনি থেকে সোমবার আমার বাংলা বিদ্যাপীঠ ও গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ে গত মঙ্গলবার থেকে আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ এবং গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুলে চলছে এই মেলা। আজ বৃহস্পতিবার মেলার শেষ দিন। মেলায় প্রথমা, ইকড়ি মিকড়ি, অনন্যা, কথা প্রকাশ, তাম্রলিপি, কাকলী, দ্যুসহ ১২টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।

শনিবার আমার বাংলা বিদ্যাপীঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, কৈশোর-তারুণ্যে বইয়ের সভাপতি ও সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ এবং লেখক, প্রকাশক ও কালের কণ্ঠ’র জ্যেষ্ঠ আলোকচিত্র সাংবাদিক কাকলী প্রধান।মন্তব্য