kalerkantho


আড়াইহাজারে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম সিকদার, থানা যুবলীগের সাবেক সভাপতি ফরিদপাশা ও আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মোল্লা প্রমুখ। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় আড়াইহাজার পৌরসভা ও গোপালদী পৌরসভা।

 

 মন্তব্য