kalerkantho


শৃঙ্খলার ফুটবলে অশান্তি

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০তাঁরা গিয়েছিলেন ফুটবল খেলতে। একপর্যায়ে শুরু হয় বিশৃঙ্খলা। স্থানীয় লোকজন শুরু করল হামলা। প্রতিবাদে রাস্তায় নামলেন তাঁরা। এরই মধ্যে শুরু হয় পুলিশের লাঠিপেটা। এবার আন্দোলনকারীরা হামলা শুরু করেন। এতে আহত হন তিন পুলিশ সদস্য। গতকাল শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে উপজেলার কুসুমপুর মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলায় অংশ নেয় ইছাপুরা ইউনিয়ন ও কেয়াইন ইউনিয়ন। খেলার একপর্যায়ে দুই দলের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় স্থানীয় লোকজন কেয়াইন ইউনিয়নের খেলোয়াড় ও সমর্থকদের ওপর হামলা করে। পরে সন্ধ্যায় উপজেলার কুচিয়ামোড়া কলেজগেটে সড়ক অবরোধ করে হামলার শিকার লোকজন। এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। তখন আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই মাশিকুর রহমান, চালক সাইফুল ও কনস্টেবল সাইদুর আহত হন। এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, আহত পুলিশ সদস্যদের ইছাপুরা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

 মন্তব্য