kalerkantho


ইবিতে ভর্তির আবেদন

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ইবিতে ভর্তির আবেদন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামীকাল সোমবার থেকে শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। এ বছর আটটি ইউনিটের পরিবর্তে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি ফরমের মূল্য ‘এ’ ইউনিটে ৭০০ টাকা, ‘বি’ ইউনিটে ১৪০০ টাকা, ‘সি’ ইউনিটে ৮০০ ও ‘ডি’ ইউনিটে ১৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৬০ নম্বরের এমসিকিউ ও ২০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। আবেদনসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।মন্তব্য