উপবৃত্তির তালিকায় নাম না রাখার জেরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মারধর করেছে বখাটেরা। এ সময় তাঁর কক্ষে ভাঙচুর চালানো হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে।
এর প্রতিবাদে দুপুরে কলেজ চত্বরে মানববন্ধন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ মামলা করেছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম ছরোয়ারের অভিযোগ, কলেজে উপবৃত্তি দেওয়ার জন্য তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকায় নিজেদের পছন্দের ১৭১ জন ছাত্রীর নাম দেয় রকি, হাসান, অটল, সজীব, টিটনসহ কয়েকজন বখাটে। গতকাল সকালে বখাটেরা তাঁর কক্ষে গিয়ে কারা উপবৃত্তি পাচ্ছে তা দেখতে চায়। অধ্যক্ষ ‘তালিকা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি’ বললে বখাটেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা অধ্যক্ষের কক্ষে ভাঙচুরসহ তাঁকে মারধর করে।
এর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা দুপুরে কলেজ চত্বরে মানববন্ধন করে। কলেজ কর্তৃপক্ষ মামলা করেছে। আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...