kalerkantho


১৫ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ১৫ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ থাকার পর গতকাল শুক্রবার সকাল ৭টা থেকে আবার চালু হয়। বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ বন্ধ রাখা হয়েছিল। লঞ্চ চলাচল বন্ধ থাকার সময় দুর্ভোগে পড়েন ঘাটে পার হতে আসা যাত্রীরা। পরে তারা ফেরিযোগে পদ্মা নদী পার হয়ে গন্তব্যে যান। বিআইডাব্লিউটিএ আরিচা অঞ্চলের নৌ-ট্রফিকের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম জানান, নদীতে বাতাসে সৃষ্ট ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া অনুকূলে এলে শুক্রবার সকাল ৭টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

 মন্তব্য