kalerkantho


নারায়ণগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ

প্রিয় দেশ ডেস্ক   

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসন, তারাব পৌরসভা ও নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২-এর উদ্যোগে গতকাল আলাদা স্থানে শোভাযাত্রা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। তারাবে অনুষ্ঠিত শোভাযাত্রায় অংশ নেন তারাব পৌরসভার সচিব তাজুল ইসলাম, সমাজসেবক লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি কামিজ উদ্দিন, তারাব পৌর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ফসিউল হক জাহাঙ্গীর প্রমুখ। এ ছাড়া উপজেলা চত্বরে অনুষ্ঠিত শোভাযাত্রায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম মোহাম্মদ আলী হোসেন প্রমুখ। অন্যদিকে সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, উপজেলায় অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনাসভায় অংশ নেন ইউএনও মো. শাহীনুর ইসলাম, নারায়নগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সোনারগাঁ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক জোনাব আলী, সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু প্রমুখ। এ ছাড়া সিদ্ধিরগঞ্জ (আড়াইহাজার) প্রতিনিধি জানান, আড়াইহাজারের উপজেলা পরিষদ হল অডিটরিয়ামে ইউএনও সুরাইয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, সৈয়দা ফারজানা ইয়াছমিন, প্রমোদ কুমার দে, আবু তালেব মোল্লা, আফরোজা খাতুন, আবু তালেব, রাফেজা খাতুন, আবদুল কাদির প্রমুখ।

 মন্তব্য