kalerkantho


কবে ঠিক হবে সড়কটি?

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০কবে ঠিক হবে সড়কটি?

খানাখন্দে আটকে যাওয়া মালবাহী ট্রলি রশি বেঁধে টেনে তোলার চেষ্টা করছে লোকজন। গতকাল দুপুরে ছবিটি তোলা হয়েছে ময়মনসিংহের নান্দাইল-হোসেনপুর সড়কের জমতলা থেকে। ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের নান্দাইল-হোসেনপুর ভায়া ঢাকার আঞ্চলিক সড়কে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গাড়ি গর্তে আটকে যাচ্ছে। ঘটছে দুর্ঘটনাও। কিন্তু এ নিয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ। স্থানীয় সূত্র জানায়, ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির অবস্থান নান্দাইল পৌর বাজার হয়ে আচারগাঁও ইউনিয়নের ভেতর দিয়ে পাশের হোসেনপুর পর্যন্ত। গত ছয় মাসে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে থাকে। অথচ এ সড়ক দিয়েই প্রতিদিন দূরপাল্লার বাস ছাড়াও বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানের বস্তাবোঝাই পাওয়ার ট্রলি গর্তে আটকে গেছে। শ্রমিকরা ট্রলিটিকে টেনে তোলার চেষ্টা করছে। একপর্যায়ে ট্রলিটিকে আরেকটি ট্রলির সঙ্গে রশি দিয়ে বেঁধে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। এ অবস্থায় সড়কটির দুই পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে।

এ প্রসঙ্গে ব্যবসায়ী রায়হান মিয়া বলেন, ‘প্রতিদিনই তো এ ধরনের অবস্থা দেখছি। কিন্তু কেউ গর্ত ভরাট করার পদক্ষেপ নিচ্ছে না। এমনকি মাননীয় সংসদ সদস্য জামতলা বাজারে এসে গর্ত ভরাটের ব্যবস্থা নিতে তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিলেও কোনো কাজ হচ্ছে না।’ আরেক ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘কেউ কথা দিয়ে কথা রাখে না। শুধু বুলি আওড়ায়। এখন যে অবস্থা হয়েছে, তা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো।’মন্তব্য