kalerkantho


বয়স্ক ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ

সেই বৃদ্ধার টাকা দিলেন ইউপি সদস্য

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ময়মনসিংহের নান্দাইলে এক বৃদ্ধার বয়স্ক ভাতার ছয় হাজার টাকা তুলে আত্মসাৎ করেছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য—এমন অভিযোগ নিয়ে টানা-হেচড়ার পর গত শুক্রবার রাতে ওই বৃদ্ধার টাকা ফেরত দিয়ে তাঁর কাছে দুঃখ প্রকাশ করেন অভিযুক্ত ইউপি সদস্য।

স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী কমলা রাণী নমদাস হচ্ছেন উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চান্দুরা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মৃত অনিল নমদাসের স্ত্রী। বৃদ্ধার অভিযোগ, বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার বিনিময়ে তাঁর কাছে চার হাজার টাকা চান স্থানীয় ইউপি সদস্য কুলসুম আক্তার। এরপর কমলা প্রতিবেশী মো. ফখর উদ্দিনের কাছ থেকে তিন হাজার টাকা ধার করে কুলসুমকে দেন এবং বাকি এক হাজার টাকা ভাতা উত্তোলন করে তা থেকে পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। কোরবানির ঈদের পর কুলসুম বয়স্ক ভাতা উত্তোলনের একটি বই কমলার ছোট ছেলে বিজয় নমদাসের কাছে পৌঁছে দেন। বইটি (নং-৮৮৬৪) প্রতিবেশী কয়েকজনকে দেখালে তারা জানায়, কৃষি ব্যাংক নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়ন শাখা থেকে গত ২০ আগস্ট ছয় হাজার টাকা তুলে নেওয়া হয়েছে, অথচ কমলা বিষয়টি জানেনই না। এ ব্যাপারে কালের কণ্ঠ’র প্রতিনিধি অনুসন্ধান শুরু করলে ইউপি মেম্বার কুলসুম ওই বৃদ্ধার সঙ্গে মীমাংসার কথা বলেন।মন্তব্য