kalerkantho

প্রতিষ্ঠাবার্ষিকীতে ছিল না কর্মসূচি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল শনিবার। এ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি থাকলেও সিরাজগঞ্জের তাড়াশে কোনো কর্মসূচি ছিল না। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা জানান, উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের মধ্যে সমন্বয় না থাকায় দলের মধ্যে হিংসা-বিদ্বেষ বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে উপজেলায় একসময় বিএনপি বলতে কোনো দল থাকবে না। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম আফসার আলী বলেন, ‘আমরা সবাই আলোচনার মাধ্যমে কর্মসূচি করার সিদ্ধান্ত নিলেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়েছে।’ একই ধরনের কথা বলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মান্নান তালুকদার। তবে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কর্মসূচির বিষয়ে কেউ কোনো আবেদন করেনি।

মন্তব্য