kalerkantho


সড়কবাতির খুঁটিতে ঝুলছে বিলবোর্ড

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০সড়কবাতির খুঁটিতে ঝুলছে বিলবোর্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে সৌরবিদ্যুত্তচালিত সড়ক বাতির খুঁটিতে ঝুলছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছাসংবলিত বিলবোর্ড। ঈদসহ বিভিন্ন উপলক্ষে বিলবোর্ডগুলো লাগানো হয়েছিল। প্রায় প্রতিদিনই লাগানো বিভিন্ন আকৃতির বিলবোর্ড। অথচ এগুলো যেকোনো মুহূর্তে দুর্ঘটনার কারণ হতে পারে। কিন্তু এ নিয়ে কারো ‘মাথাব্যথা’ নেই। এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জেন্দার আলীর বক্তব্য, ‘সৌরবিদ্যুতচালিত সড়কবাতিতে কোনো বিলবোর্ড ঝুলানো যাবে না। যদি কেউ তা করে থাকেন সেগুলো অবশ্যই সরিয়ে ফেলতে হবে।’মন্তব্য