প্রথা অনুযায়ী ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির থেকে শ্রীশ্রী কান্তজিউ বিগ্রহ নৌপথে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে দিনাজপুর রাজবাড়িতে পৌঁছেছে।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টায় কান্তনগর মন্দির হতে পূজা-অর্চনা শেষে কান্তজিউ বিগ্রহ ঢেপা নদীর কান্তনগর ঘাটে আনা হয়। সেখান থেকে বিশাল নৌবহর নিয়ে দিনাজপুর শহরের সাধুঘাটের উদ্দেশে যাত্রা শুরু হয়। প্রায় ২৫ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে দিনাজপুর আসার সময় হিন্দু ধর্মাবলম্বী লাখ লাখ ভক্ত নদীর দুই কূলে কান্তজিউ বিগ্রহকে দর্শনের জন্য ভিড় জমায়। বিভিন্ন স্থান থেকে আগত হিন্দু পুণ্যার্থীরা তাদের বাড়ির বিভিন্ন ফল, দুধসহ অন্য সরঞ্জামাদি নিয়ে শ্রীশ্রী কান্তজিউ বিগ্রহকে উৎসর্গ করার জন্য নিয়ে আসে। এ সময় নদীর দুই কূল হিন্দু ধর্মাবলম্বীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...