kalerkantho


কাঠ পড়ে পথচারী নিহত, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১৯ আগস্ট, ২০১৮ ০০:০০কোরবানির পশু বিক্রির টাকা আনতে গিয়ে লাশ হলেন পথচারী ফরহাদ আলী। গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ রোডে নির্মাণাধীন বাড়ি থেকে কাঠের টুকরা পড়ে তাঁর ঘাড়ের ওপর। এতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বাড়িটির মালিক মহসিন হাবিব চৌধুরী রঞ্জুকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম রতন জানান, ফরহাদ কাটেঙ্গার চরের বাসিন্দা। কোরবানির ঈদ উপলক্ষে বাড়িতে গবাদি পশু পালন করছিলেন তিনি। তাঁর কাছ থেকেই গবাদি পশু কিনেছিলেন তিনি (রতন)। সে টাকা নিতেই গতকাল তাঁর বাড়িতে আসেন ফরহাদ। টাকা নিয়ে দুজনই রিকশার জন্য অপেক্ষা করছিলেন বাড়ির সামনের গলির মাথায়। এ সময় সামনে নির্মাণাধীন বাড়ি থেকে বড় কাঠের টুকরা এসে পড়ে ফরহাদের ঘাড়ের ওপর। পরে তাঁকে নিয়ে নর্থবেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম খান জানান, বাড়ির মালিককে তিনিসহ থানার প্রতিনিধিরা বারবার নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার জন্য বললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পুলিশের হাতে আটক বাড়ির মালিক রঞ্জু জানান, এ ঘটনায় তাঁর কোনো দায় নেই। সব দায় শ্রমিকদের ওপর দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।মন্তব্য