kalerkantho


রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলন কর্মসূচি স্থগিত

খুলনা অফিস   

১৯ আগস্ট, ২০১৮ ০০:০০বকেয়া বেতন, বোনাস ও মুজরি কমিশন বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণার এক দিন পর স্থগিত করেছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। শ্রমিক নেতারা জানিয়েছেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নে প্রশাসন আশ্বাস দেওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে খুলনা-যশোর অঞ্চলের ৯ পাটকলের শ্রমিকরা চার দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।

শ্রমিক নেতারা জানান, ক্রিসেন্ট মিলে আট সপ্তাহ, প্লাটিনাম জুবিলী মিলে ৯ সপ্তাহ, খালিশপুর, দৌলতপুর ও স্টার জুট মিলে ছয় সপ্তাহ, আলিম ও ইর্স্টান মিলে আট সপ্তাহ, কার্পেটিং মিলে সাত সপ্তাহ ও জেজেআই জুট মিলে শ্রমিকদের ৯ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। এ অবস্থায় সাধারণ শ্রমিকদের চাপে শ্রমিক নেতারা ঈদের আগে বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী গতকাল শনিবার বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মো. হেলাল হোসেন শ্রমিক নেতা ও মিলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।মন্তব্য